মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ‘সন্ত্রাসীর’ লাশ উদ্ধার

মেহেরপুরে সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
gunfight logo
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

মেহেরপুরে সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

আজ (৪ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন বাক্কা (৩২) চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে। তাকে ‘সন্ত্রাসী’ দাবি করছে পুলিশ।

মেহেরপুর সদর উপজেলার বারাদী পুলিশ ক্যাম্পের পরিদর্শক এসআই আব্বাস আলীর ভাষ্য, আজ ভোর রাত ৪টার দিকে সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে তাদের একটি দল সেখানে অভিযানে যায়। পরে দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় বাক্কাকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওই কর্মকর্তার দাবি, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে এলাকাবাসী নিহত বাক্কার পরিচয় নিশ্চিত করে ও সে সন্ত্রাসী বলে জানায়।

সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

1h ago