‘দুবাই থেকে আটক’ হলো শীর্ষ সন্ত্রাসী জিসান
তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসানকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ সদরদপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক মহিউল ইসলাম বলেন, “আমরা দুবাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। (জিসানের) গ্রেপ্তারের বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছে।”
ইন্টারপোলের মাধ্যমে জিসানকে দুবাই থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র জানায়, জিসান নাম বদলিয়ে আলী আকবর চৌধুরী রাখে এবং ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে।
এক দশক আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে যে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করা হয়েছিলো সেখানে জিসানের নাম রয়েছে।
জিসান ছিলো রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, মতিঝিলসহ আরো কিছু এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলো। টেন্ডার ও চাঁদাবাজি করে সে জনমনে ভীতি সৃষ্টি করেছিলো।
(সংক্ষেপিত, পুরো প্রতিবেদনটি পড়তে এই Crime boss Zeesan ‘held in Dubai’ লিংকে ক্লিক করুন)
Comments