১০০ বলের ক্রিকেটের নিলামে তামিম-মুশফিক-মুস্তাফিজও

‘দ্য হান্ড্রেড’ বা ১০০ বলের ক্রিকেটের প্রথম আসরের খেলোয়াড় নিলামে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি আগেই নিশ্চিত হয়েছে। তার সঙ্গে বাংলাদেশ থেকে আরও থাকছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। তালিকায় নাম রয়েছে মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিনেরও।
Tamim Iqbal & Mushfiqur Rahim
ফাইল ছবি: বিসিবি

‘দ্য হান্ড্রেড’ বা ১০০ বলের ক্রিকেটের প্রথম আসরের খেলোয়াড় নিলামে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি আগেই নিশ্চিত হয়েছে। তার সঙ্গে বাংলাদেশ থেকে আরও থাকছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। তালিকায় নাম রয়েছে মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিনেরও।

গেল মঙ্গলবার প্রতিযোগিতায় খেলতে আগ্রহ প্রকাশ করা বিদেশি খেলোয়াড়দের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেখানে বাংলাদেশ থেকে কেবল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের নাম-ই ছিল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, সবমিলিয়ে ছয়জন টাইগার ক্রিকেটার থাকছেন ‘দ্য হান্ড্রেড’- এর নিলামে। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। ইতিহাসের সফলতম টাইগার ব্যাটসম্যান তামিমের ভিত্তিমূল্যও একই।

১০০ বলের ক্রিকেটের প্রথম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২০২০ সালে। ইংল্যান্ডের সাতটি শহরের আটটি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। বার্মিংহাম, লিডস, সাউদাম্পটন, নটিংহ্যাম, ম্যানচেস্টার ও কার্ডিফের একটি করে দল এবং লন্ডনের দুটি দল খেলবে।

প্রতিটি দলের স্কোয়াড হবে ১৫ সদস্যের। এরই মধ্যে তিনজন করে স্থানীয় ক্রিকেটার বেছে নিয়েছে দলগুলো। স্কোয়াডে ও একাদশে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলোয়াড় থাকতে পারবে। ২০ অক্টোবরের নিলামে বিদেশি খেলোয়াড় বাছাইয়ের সুযোগ পাবে দলগুলো।

আগামী বছরের ১৬ জুলাই শুরু হয়ে ১৭ অগাস্ট শেষ হবে ১০০ বলের ক্রিকেটের আসর। প্রাথমিক পর্বে মোট ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকার সেরা তিনটি দল পরের রাউন্ডে নাম লেখাবে। এদের মধ্যে শীর্ষ দল সরাসরি চলে যাবে ফাইনালে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল ফাইনালে ওঠার জন্য নিজেদের মধ্যে লড়াই করবে।

উল্লেখ্য, ‘দ্য হান্ড্রেড’-এর ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ২০টি ডেলিভারি করতে পারবেন। বোলিং স্পেল হবে ৫ বা ১০ বলের। ১০ বলের স্পেলের ক্ষেত্রে মাঝপথে প্রান্ত বদল করা যাবে। থাকছে পাওয়ার প্লেও। ইনিংসের প্রথম ২৫ ডেলিভারিতে মাত্র দুজন খেলোয়াড় ৩০ গজের বাইরে থাকতে পারবেন।

আরও পড়ুন: ১০০ বলের ক্রিকেটের নিলামে সাকিব

Comments