এলগার-ককের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে দ. আফ্রিকা

দ্বিতীয় দিন শেষেই বিশাখাপত্তম টেস্টের লাগাম নিজেদের হাতে নিয়ে নিয়েছিল ভারত। রানের পাহাড় তো গড়েছিলই, এরপর দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের শুরুতেই দিয়েছিল বড় ধাক্কা। কিন্তু সে ধাক্কা সফরকারীরা সামলে নিয়েছে ডিন এলগার ও কুইন্টন ডি ককের ব্যাটে। দুই জনই আদায় করে নিয়েছেন সেঞ্চুরি। এ দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভারতকে ভালো জবাব দিয়েছে তারা। তৃতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩৮৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। যদিও এখনও পিছিয়ে আছে তারা ১১৭ রানে।
ছবি: এএফপি

দ্বিতীয় দিন শেষেই বিশাখাপত্তম টেস্টের লাগাম নিজেদের হাতে নিয়ে নিয়েছিল ভারত। রানের পাহাড় তো গড়েছিলই, এরপর দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের শুরুতেই দিয়েছিল বড় ধাক্কা। কিন্তু সে ধাক্কা সফরকারীরা সামলে নিয়েছে ডিন এলগার ও কুইন্টন ডি ককের ব্যাটে। দুই জনই আদায় করে নিয়েছেন সেঞ্চুরি। এ দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভারতকে ভালো জবাব দিয়েছে তারা। তৃতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩৮৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। যদিও এখনও পিছিয়ে আছে তারা ১১৭ রানে।

আগের দিনের ৩ উইকেটে ৩৯ রান নিয়ে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা এদিন স্কোর বোর্ডে আর ২৪ রান যোগ করতেই হারায় তেমবা বাভুমাকে। তাতে ফলোঅনে পড়ার শঙ্কায় পড়েছিল প্রোটিয়ারা। এরপর পঞ্চম উইকেটে এলগারের সঙ্গে ইনিংসের মেরামতের দায়িত্ব নেন অধিনায়ক ফাফ দু প্লেসি। গড়েন ১১৫ রানের জুটি। তবে সফরকারীদের মূল লড়াইটা ছিল ষষ্ঠ উইকেটে। এলগারের সঙ্গে স্কোরবোর্ডে ১৬৪ রান যোগ করেছেন ডি কক।

১৬০ রানের দারুণ এক ইনিংস খেলে পুজারার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এলগার। ২৮৭ বলের ইনিংসটি ১৮টি চার ও ৪টি ছক্কায় সাজিয়েছেন এ ওপেনার। টেস্ট ক্যারিয়ারে এটা তার দ্বাদশ সেঞ্চুরি। অসাধারণ ব্যাটিং করেছেন ডি ককও। ১৬৩ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ১১১ রান করে অশ্বিনের বলে থামেন তিনি। দু প্লেসির ব্যাট থেকে আসে ৫৫ রান।

ভারতের পক্ষে ১২৮ রানের খরচায় ৫টি উইকেট তুলে সেরা বলার অশ্বিন। রবিন্দ্র জাদেজা নিয়েছেন ২টি উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে দুই ওপেনার রোহিত শর্মা আর মায়াঙ্ক আগারওয়ালের রেকর্ড জুটিতে ৭ উইকেটে ৫০২ রান করে ইনিংস ঘোষণা করেছিল ভারত।

সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)

ভারত ১ম ইনিংস: ১৩৬ ওভারে ৫০২/৭ (ইনিংস ঘোষণা)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১১৮ ওভারে ৩৮৫/৮ (আগের দিন ৩৯/৩) (এলগার ১৬০, মার্করাম ৫, ডি ব্রুইন ৪, পিট ০, বাভুমা ১৮, দু প্লেসি ৫৫, ডি কক ১১১, মুথুসামি ১২*, ফিলান্ডার ০, মহারাজ ৩*; ইশান্ত ১/৪৪, শামি ০/৪০, অশ্বিন ৫/১২৮, জাদেজা ২/১১৬, বিহারি ০/৩৮, শর্মা ০/৭)।

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago