বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত: জয়শঙ্কর

S-Jayshankar-and-Hasina-1.jpg
৫ অক্টোবর ২০১৯, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: রাভিশ কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ (৫ অক্টোবর) সকালে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় ‘নয়াদিল্লি ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়’ বলে পুনরায় নিশ্চিত করেন এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার সংশ্লিষ্ট বৈঠকের ছবি দিয়ে এক টুইটবার্তায় বলেছেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের উষ্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে পুনর্ব্যক্ত করেছেন তিনি।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই বৈঠক করেন এস জয়শঙ্কর।

রাভিশ কুমার গতকাল সাংবাদিকদের জানান, মোদি-হাসিনার বৈঠকে দুদেশের মধ্যে পরিবহন, সংযোগ, সক্ষমতা অর্জন ও সাংস্কৃতিক খাতে ছয় থেকে সাতটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। দুই নেতা যৌথভাবে তিনটি প্রকল্প উদ্বোধন করবেন।

তবে কোন প্রকল্পগুলো উদ্বোধন করা হবে, সে বিষয়ে আজ জানা যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

দক্ষিণ এশিয়ার সংযোগ ও সৌহার্দ্যের জন্য প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

1h ago