চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জন নিহত
চাঁদপুরের বড় স্টেশন এলাকায় রবিবার বজ্রপাতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সুলতান মিয়ার স্ত্রী অহিদা বেগম (৫৫), তাদের মেয়ে সাইফুল ইসলামের স্ত্রী রেহানা বেগম (২৭), রেহানার ছেলে সাব্বির (৮) এবং মেয়ে সামিয়া (১০)।
অহিদা বেগমের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়। মেয়ে রেহানা বেগমের স্বামীর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আন্দির পাড় এলাকায়।
নিহতের আরেক মেয়ে শাহিদা বেগম জানান, তার মা ও বোনসহ চারজন দুপুরে বড় স্টেশন মোলহেডে পর্যটন এলাকায় ঘুরতে যান। বেলা দেড়টার দিকে বজ্রপাতে তারা সকলেই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক বলেন, নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
Comments