শেখ হাসিনা আমার বড় অনুপ্রেরণা: প্রিয়াঙ্কা গান্ধী

আলাপচারিতা শেষে টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, “দেখা করার জন্য আমার দীর্ঘদিনের অপেক্ষার পর আকাঙ্ক্ষিত জড়িয়ে ধরা। সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে ব্যক্তিগত বেদনাকে পাশ কাটিয়ে তার নিজের বিশ্বাসের প্রতি অবিচল সংগ্রাম আমার জন্য যেভাবে বড় অনুপ্রেরণার জায়গা ছিল তেমনি ভবিষ্যতেও আমায় অনুপ্রাণিত করে যাবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির যে হোটেলে রয়েছেন সেখানে সাক্ষাৎ করতে যান ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এসময় প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী। ছবি: প্রিয়াঙ্কার টুইটার থেকে নেওয়া

ভারতের জাতীয় কংগ্রেস দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র আজ নয়াদিল্লিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে ৩০ মিনিটের আলাপচারিতা শেষে টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, “দেখা করার জন্য আমার দীর্ঘদিনের অপেক্ষার পর আকাঙ্ক্ষিত জড়িয়ে ধরা। সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে ব্যক্তিগত বেদনাকে পাশ কাটিয়ে তার নিজের বিশ্বাসের প্রতি অবিচল সংগ্রাম আমার জন্য যেভাবে বড় অনুপ্রেরণার জায়গা ছিল তেমনি ভবিষ্যতেও আমায় অনুপ্রাণিত করে যাবে।”

প্রিয়াঙ্কা ছাড়াও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী আজ শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুদেশের সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা পরস্পর মতবিনিময় করেছেন।

চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে শেখ হাসিনা যে হোটেলে অবস্থান করছেন সেখানেই আজ কংগ্রেসের হাইকমান্ড আসেন সাক্ষাতের জন্য। দলটির জ্যেষ্ঠ নেতা আনন্দ শর্মা এসময় উপস্থিত ছিলেন।

সফর শেষে আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now