আবরার হত্যা: সিসিটিভি ফুটেজ থেকে ৬ জন চিহ্নিত, আটক ৯
বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করা করা সম্ভব হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেছেন, হত্যাকাণ্ডে জড়িত ছয় জনকে তারা সনাক্ত করতে সক্ষম হয়েছেন।
আবরারকে যেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে বুয়েটের শেরেবাংলা হল থেকে বেরিয়ে দুপুরে সাংবাদিকদের এই পুলিশ কর্মকর্তা বলেন, ছয় জনের মধ্যে চার জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এর পর আরও পাঁচ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্তত চার জন বুয়েট শাখা ছাত্রলীগের নেতা-কর্মী। তারা হলেন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম ফুয়াদ ও সাধারণ সম্পাদক হাসান রাসেল। এডিসি আব্দুল বাতেন এদের পরিচয় নিশ্চিত করেছেন।
সিসিটিভির যে ফুটেজ থেকে হত্যাকারীদের চিহ্নিত করার কথা বলছে পুলিশ বিক্ষুব্ধ ছাত্ররা সেই ফুটেজ প্রকাশ করার দাবি জানিয়েছেন। কিন্তু এই ফুটেজ প্রকাশ করা হলে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি হতে পারে শঙ্কা প্রকাশ করে এর জন্য সময় চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। বুয়েটের ছাত্র প্রতিনিধিরা পুলিশের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
Comments