নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

murder logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাহবুবুল হক বাবলু (৫১) নামের জেনারেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ একটি চায়ের দোকানে জেনারেটরের সংযোগ দেওয়া নিয়ে বিরোধের জেরে ওই যুবকেরা বাবলুকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে।

সোমবার সকালে ফতুল্লার হাজীগঞ্জ বাজার থেকে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিহত বাবলু (৫১) ফতুল্লার হাজীগঞ্জ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

নিহতের বড় ভাই জুয়েল হক জানান, বাবলু হাজীগঞ্জ বাজারে টিভি ফ্রিজ মেরামতের কাজ ও জেনারেটর সংযোগ প্রদানের ব্যবসা করে। স্থানীয় একটি চায়ের দোকানে সংযোগ দেওয়া নিয়ে স্থানীয় আলম, রাকিব, খালেক আরও কয়েকজনের সঙ্গে বিরোধ আছে। ওই বিরোধের জের ধরেই রাত ২টায় বাবলু ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তাকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। স্থানীয়রা বাবলুকে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

নিহতের মামা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মজিদ খন্দকার জানান, বছরখানেক যাবত তল্লা এলাকার বেনু মিয়ার  ছেলে আলম ও তার ভাইয়েরা জোরপূর্বক মাহবুবুলের জেনারেটর ব্যবসা দখল করতে চাচ্ছে। এ নিয়েই বাবুলকে হত্যা করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, রাকিব নামের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago