ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুদকের হাতে আটক
ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ দুই জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আটক ব্যক্তিরা হলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিও) আনিছুর রহমান ও ওই কার্যালয়ের অফিস সহকারী জুলফিকার আলী।
সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দিনাজপুর দুদুকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
দুদুকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, ২০১৪ সালে মুখ্য বিচারিক হাকিম আদালেতে করা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে ঠাকুরগাঁও শহরের সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাফরুল্লাহকে গত ৪ জুন ২০১৮ সালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সাময়িক বরখাস্ত করে। পরে ২৮ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস তার বরখাস্ত আদেশ স্থগিত করে। স্থগিত আদেশ পেয়ে জাফরুল্লাহ ২৯ আগস্ট কর্মস্থলে যোগদানের আবেদন করলে তাকে গত ৯ সেপ্টেম্বর চাকরিতে পুনর্বহাল করা হয়। পরের দিন ১০ সেপ্টেম্বর কোনো কারণ না দেখিয়ে পুনর্বহাল আদেশ স্থগিত করে শিক্ষা অফিস। এদিকে ওই মামলায় জাফরুল্লাহর সম্পৃক্ততা না পেলে পুলিশ মামলা থেকে তাকে অব্যাহতি দেয়। পরে এ বছরের ২৩ জুলাই আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেন। মামলা থেকে অব্যাহতি পেয়ে জাফরুল্লাহ উপজেলা শিক্ষা অফিসে আবার চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। উপজেলা শিক্ষা অফিস আবেদনটি জেলা কার্যালয়ে পাঠিয়ে দিলে জাফরুল্লাহ জেলা অফিসে যোগাযোগ করেন। সেসময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান চাকরি পুনর্বহালের জন্য তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
ঘুষ দেওয়ার সময় হাতেনাতে আনিছুর রহমানকে আটক করতে দুদক দিনাজপুর কার্যালয়ে আবেদন করেন জাফরুল্লাহ। এরপর দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল সোমবার সকালে ফাঁদ পাতে। জাফরুল্লাহ ৫০ হাজার টাকা নিয়ে আনিছুর রহমান কার্যালয়ে যাওয়ার পর সেই টাকা হস্তান্তরের সময় হাতেনাতে আটক করা হয়।
দুদুকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, ঘুষের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দুইজনকে আটক করা হয়েছে। পরে দুদুকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় মামলা করেন।
Comments