প্রীতি ম্যাচ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা?

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগামী নভেম্বরে বাংলাদেশে আসবে দুই বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা মোকাবিলা করবে প্যারাগুয়েকে। এমনটা জানিয়ে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করেছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এপিএফ)। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও বিষয়টি নিশ্চিত করেনি।
ছবি: এএফপি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগামী নভেম্বরে বাংলাদেশে আসবে দুই বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা মোকাবিলা করবে প্যারাগুয়েকে। এমনটা জানিয়ে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করেছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এপিএফ)। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

মঙ্গলবার (৮ অক্টোবর) এপিএফ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘অফিসিয়াল: আলবিররোজা (প্যারাগুয়ে ফুটবল দলের ডাক নাম) নভেম্বর মাসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি নিশ্চিত!’

‘বাংলাদেশে প্যারাগুয়ে মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার।’

সূচি অনুসারে, লাতিন আমেরিকার দল প্যারাগুয়ে ঢাকায় তাদের প্রতিবেশী দুটি দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে আগামী ১৫ নভেম্বর তারা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। তিন দিন পর তাদের প্রতিপক্ষ বিশ্বের অন্যতম সেরা দল আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

আর্জেন্টাইন গণমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ অবশ্য জানিয়েছে, তিন মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঢাকায় প্যারাগুয়ের বিপক্ষে খেলার জোর সম্ভাবনা রয়েছে লিওনেল মেসির।

প্রীতি ম্যাচ আয়োজন প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘টুইট (প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের) করা মানেই এটা নিশ্চিত নয় যে, আগামী ১৮ নভেম্বর ঢাকায় (আর্জেন্টিনার) ম্যাচটি হবে। এখানে তিনটি শর্ত রয়েছে- নিরাপত্তা, টাকা ও তৃতীয়টি আমি এখনই বলছি না। এই তিনটি শর্ত আমরা পূরণ করতে পারলে প্রীতি ম্যাচটি হবে।’

তিনি আরও জানিয়েছেন, আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ আয়োজনের বিষয়টি সম্পর্কে এরই মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়কে অবহিত করেছে বাফুফে। দুপক্ষের আলোচনা শেষে শর্ত পূরণের নিশ্চয়তা পেলে নির্ধারিত সূচিতে মাঠে গড়াবে জমজমাট লড়াই।

উল্লেখ্য, চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। আগামীকাল বুধবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে স্বাগতিক জার্মানিকে মোকাবিলা করবে দলটি। এর চার দিন পর স্পেনের এলচেতে ইকুয়েডরের বিপক্ষে খেলবে তারা।

এই দুটি ম্যাচের পর আর্জেন্টিনা আগামী মাসে এশিয়া মহাদেশ সফরে আসবে। ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানিয়েছে, ১৫ নভেম্বর তারা সৌদি আরবের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে। তিন মাসের শাস্তি শেষে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরবেন আর্জেন্টাইন দলনেতা মেসি। এরপর বাংলাদেশে পা রাখার কথা রয়েছে আর্জেন্টিনার।

এর আগে কেবল একবারই বাংলাদেশ সফর করেছিলেন মেসিরা। ২০১১ সালে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে আফ্রিকার দল নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

Comments

The Daily Star  | English

Govt cancels deal with Summit Group for second FSRU

Summit terms termination of the deal ‘unjustified’, says will appeal for review

1h ago