মহাবিশ্বের বিবর্তন, দূরের গ্রহ নিয়ে গবেষণায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
মহাজগতের বিবর্তন নিয়ে আলোকপাত ও দূরবর্তী নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলা গ্রহ আবিষ্কার করায় পদার্থবিজ্ঞানে এবারের নোবেল পুরস্কার পেলেন কানাডিয়ান-আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী জেমস পিবলস এবং সুইজারল্যান্ডের দুই বিজ্ঞানী মিশেল মেয়র ও দিদিয়ের কোয়েলোজ।
এই তিন বিজ্ঞানীর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিবলস পুরস্কারের অর্থমূল্য ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনার অর্ধেক ও বাকি অর্থ অন্য জেনেভা বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানী পাবেন।
পুরস্কার ঘোষণার সঙ্গে দেওয়া বিবৃতিতে স্টকহোমের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, এবছর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীরা বিশ্বজগৎ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন। জেমস পিবলের তাত্ত্বিক আবিষ্কার ‘বিগ ব্যাং’ এর পর মহাজগৎ কীভাবে বিবর্তিত হয়েছে সে ব্যাপারটি আমাদের বুঝতে সহায়তা করেছে। আর মিশেল মেয়র ও দিদিয়ের কোয়েলোজ সৌরজগতের প্রতিবেশী নক্ষত্রগুলো নিয়ে অনুসন্ধান চালিয়েছেন। তাদের আবিষ্কার বিশ্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দিয়েছে।
Comments