আবরার হত্যা: বুয়েটের আরও তিন ছাত্র গ্রেপ্তার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে হত্যা মামলাটিতে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃতরা সবাই বুয়েটের শিক্ষার্থী।
আবরার হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতে হাজির করে পুলিশ। ছবি: পলাশ খান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে হত্যা মামলাটিতে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃতরা সবাই বুয়েটের শিক্ষার্থী।

গ্রেপ্তার হওয়া সর্বশেষ তিন জন হলেন—শামসুল আরেফিন রাফাত (২১), মনিরুজ্জামান মনির (২১) ও আকাশ হোসেন (২১)। এদের মধ্যে মনির ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের, আকাশ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ও রাফাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ঢাকার ডেমরা থেকে সন্ধ্যা ৬টার দিকে ডিবি পুলিশের একটি দল মনিরকে গ্রেপ্তার করে। অন্যদিকে আকাশকে গ্রেপ্তার করা হয় গাজীপুরের বাইপাইল থেকে। এই দুজনই আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

অন্যদিকে রাফাতকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর জিগাতলা এলাকা থেকে। বিকেল সাড়ে ৩টার দিকে ডিবির হাতে গ্রেপ্তার হন তিনি।

আরো পড়ুন:

উপাচার্যকে পেয়ে বুয়েট শিক্ষার্থীদের ক্ষোভের বিস্ফোরণ

ছাত্রলীগের টর্চার সেল!

বুয়েট শাখার ৯ নেতাকে বহিষ্কার করলো ছাত্রলীগ

ছাত্রলীগের জেরার পর বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আবরার হত্যা: ৯ জন আটক

সিসিটিভি ফুটেজ: আবরারকে পাঁজাকোলা করে সিঁড়িতে নেওয়া হয়

শিবিরের সঙ্গে আবরারের সংশ্লিষ্টতা ছিল না: পরিবার

দোষীদের দ্রুত গ্রেপ্তার করুন: ছাত্রলীগ

মতের পার্থক্যের কারণে কাউকে মেরে ফেলা উচিত না: কাদের

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আবরারের শেষ ফেসবুক পোস্ট

আবরারের সমস্ত শরীরে মারধর ও আঘাতের চিহ্ন

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

17m ago