দেশের বাইরে চলবে ‘সাপলুডু’
দেশের পর ‘সাপলুডু’ এবার মুক্তি পাবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে। আগামী ১২ অক্টোবর ‘সাপলুডু’ প্রদর্শিত হবে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন আরিফিন শুভ।
গোলাম সোহরাব দোদুল পরিচালিত ছবিটিতে আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ ও মৌসুমি হামিদ।
পরিচালক গোলাম সোহরাব দোদুল ডেইলি স্টার অনলাইনকে জানান, অস্ট্রেলিয়ার পর ‘সাপলুডু’ ছবিটি ১৮ ও ১৯ অক্টোবর ইতালির রোমে প্রদর্শিত হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ডালাস ও ক্যালিফোর্নিয়াতে প্রদর্শিত হবে আগামী ২৫ অক্টোবর।
আগামী ২৬ অক্টোবর ওয়াশিংটন ডিসি, ১ ও ২ নভেম্বর লস অ্যাঞ্জেলেস এবং ৩ নভেম্বর সান ফ্রান্সিসকোতে ‘সাপলুডু’ প্রদর্শিত হবে।
আরিফিন শুভ বলেন, “ছবিটি মুক্তির পর দর্শকরা এটি গ্রহণ করেছেন। তাদের ভালোবাসায় মুগ্ধ। সেই কারণে প্রবাসী বাঙালিদের মধ্যেও ছবিটি দেখার আগ্রহ তৈরি হয়েছে।”
Comments