ভারত পারলে আমরা কেন পারব না: জামাল

ছবি: ফিরোজ আহমেদ

গত মাসের কথা। ২০২২ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে কাতারকে রুখে দেয় ভারত। অথচ শক্তি ও সামর্থ্যে ভারতের চেয়ে ঢের এগিয়ে ছিল মধ্যপ্রাচ্যের দলটি। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়নও তারা। তাই সে ম্যাচটি হতে পারে বাংলাদেশের অনুপ্রেরণা। সংবাদ সম্মেলনে বেশ জোর গলাতেই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।

ভারতের বিপক্ষে সে ম্যাচে অবশ্য শুরু থেকেই দাপট দেখিয়েই খেলেছিল কাতার। বারপোস্টে শট নিয়েছিল ২৯টি। কিন্তু তারপরও সুনিল ছেত্রির দলকে টলাতে পারেনি তারা। দুর্দান্ত খেলেছিলেন গোলরক্ষক গুরপ্রিত সিং। বাংলাদেশও যদি রক্ষণ জমাট করে পাল্টা আক্রমণ করে খেলতে পারে তাহলে ভালো কিছু প্রত্যাশা করা যেতেই পারে।

তাই কাতারের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামার আগে তাই ভারতকেই অনুপ্রেরণা মানছেন জামালরা। বাংলাদেশ অধিনায়কের ভাষায়, 'ভারতের বিপক্ষে ২৯টি শট নিয়েছিল কাতার। তারপরও ভারত তাদের বিপক্ষে ড্র করেছে। আমাদের জন্য অবশ্যই এটা মোটিভেশন। যদি ভারত ড্র করতে পারে আমরাও পারব। কাতার এমন একটি দল যারা আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। তাই আমরা পাল্টা আক্রমণ করে খেলব। এরপর দেখা যাবে কি হয়। অবশ্যই আমাদের মধ্যে ওই মোটিভেশন আছে যে ভারত পারলে আমরা কেন পারব না?'

অনুপ্রেরণা হতে আরও একটি। গত বছরই জাকার্তা এশিয়ান গেমসে কাতার অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সে দলের অনেকেই খেলছেন বাংলাদেশ জাতীয় দলে। যদিও কাতার দলে খেলছেন মাত্র একজন। সে ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন জামালই। ম্যাচের শেষ দিকে বাঁ প্রান্তে বল পেয়ে দারুণ দক্ষতায় দূরপাল্লার নিখুঁত শটে লক্ষ্যভেদ করেছিলেন। সুযোগ পেলে আবারো এমন কিছু করতে চান অধিনায়ক।

'যদি আমি গোল করার মতো আবার তেমন সুযোগ পাই তাহলে আমি গোল করার চেষ্টা করব। কিন্তু আমার মনে হয় কালকের ম্যাচ অনেক কঠিন ম্যাচ। কারণ এটা সম্পূর্ণ আলাদা একটি দল। এই দলের বিপক্ষে আমরা হয়তো খুব বেশি সুযোগ পাবো না। তবে আমাদের সুযোগ তৈরি করতে হবে। অন্যথায় তারা আমাদের ভোগাবে। স্বাভাবিকভাবেই গোলের সামনে আমাদের খুব ভালো হতে হবে। হ্যাঁ, যদি আমি আবার সুযোগ পাই তাহলে এটা আমার স্বপ্ন হবে কাতারের বিপক্ষে গোল করা।'

তবে প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে খুব ভালো করেই জানা আছে জামালের। তাই ম্যাচটি যে খুব কঠিন হতে যাচ্ছে তা বারবারই বলেছেন তিনি। তাই মাঠে নিজেদের সেরাটা দেওয়ার বিকল্প দেখছেন না অধিনায়ক, 'আমরা সবাই জানি কাতারের এ দলে দারুণ কিছু খেলোয়াড় রয়েছে, তারা অনেক বড় লিগেও খেলে। উঁচু পর্যায়ের ফুটবল খেলে। তবে যদি আমরা আমাদের শতভাগ দিয়ে খেলতে পারি অবশ্যই আমাদের কিছু সুযোগ থাকবে।'

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago