স্কুলছাত্রী রিশা হত্যা মামলার একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রিশা

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী রিশা হত্যা মামলার একমাত্র আসামি ওবায়দুল হককে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস আসামির উপস্থিতিতে এ রায় দেন। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রায় ঘোষণা হওয়ার সময় রিশার মা তানিয়া হোসেন আদালতে উপস্থিত ছিলেন। রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

যেভাবে হত্যা করা হয় রিশাকে

ওবায়দুল যে টেইলার্সে কাজ করত সেখানে পোশাক বানাতে দিয়েছিল রিশা। এর পর থেকেই রিশাকে উত্যক্ত করা শুরু করে ওবায়দুল।

কাকরাইলে স্কুলের পাশের ফুটওভার ব্রিজে ওবায়দুল ২০১৬ সালের ২৪ অক্টোবর ১৪ বছরের রিশাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় রিশাকে হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সে মারা যায়।

রিশাকে ছুরিকাঘাতের ঘটনার প্রায় এক সপ্তাহ পর স্থানীয়দের সহায়তায় নীলফামারী থেকে ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়।

২০১৬ সালের ১৪ নভেম্বর রমনা থানার পরিদর্শক আলী হোসেন এই হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দেন। ২০১৭ সালের ১৭ এপ্রিল ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

57m ago