আবরার হত্যা অভ্যন্তরীণ বিষয়, কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত: তথ্যমন্ত্রী
বুয়েটে ছাত্র নিহত হবার ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “এ বিষয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত।”
তিনি আজ জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের (সিবিএসএফ) দ্বিবার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে এ কথা বলেন বলে বার্তা সংস্থা বাসস’র খবরে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর অসংখ্য ছাত্র-ছাত্রী গুলিবিদ্ধ হয়ে হতাহত হয়, গত মাসেও এ ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে যখন স্কুলে গুলিবর্ষণে ছাত্র-ছাত্রীরা হতাহত হয়, পাকিস্তানে শিয়া মসজিদ পুড়িয়ে দেয়া হয়, তখন কি তারা সবসময় উদ্বেগ প্রকাশ করেন?”
“বুয়েটে ছাত্র নিহত হবার ঘটনা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিবছর শতশত ছাত্র-ছাত্রী হতাহত হবার ঘটনায় আমি উদ্বিগ্ন,” যোগ করেন তিনি।
তার উদ্ধৃতি দিয়ে খবরে আরও বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন না। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তিনি দল-মত নির্বিশেষে ব্যবস্থা নিচ্ছেন, যা অতীতে অন্য কেউ নেয়নি। দাবি তোলার আগেই বুয়েটের ন্যক্কারজনক ঘটনায় সন্দেহভাজন সকলকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বুয়েটে সনি হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শ্লীলতাহানির বিরুদ্ধে বিএনপি কি কোনো ব্যবস্থা নিয়েছিল? না, নেয়নি। অতীতটা একটু দেখুন, নিজেদের দিকে তাকান। তারপর কথা বলুন।
তথ্যমন্ত্রী বলেন, “কয়েকটি বিদেশি মিশন আবরার হত্যাকাণ্ডের পর উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানসহ আমাদের সকল উন্নয়ন সহযোগী রাষ্ট্রকে তাদের ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েই বলতে চাই, এ বিষয়ে তাদের মন্তব্য অনভিপ্রেত।”
Comments