ফেনীতে যুবলীগ কর্মীকে হত্যার অভিযোগ
ফেনীতে এক যুবলীগ কর্মীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম রবিউল হক মানিক (৩২)।
তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পশ্চিম ফাজিলপুর গ্রামের নুরুল হকের ছেলে ও পেশায় একজন রংমিস্ত্রি।
গতকাল (১০ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রাত ১১টার দিকে যুবলীগ কর্মী রবিউল হক স্থানীয় ফাজিলপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির খুব কাছাকাছি পৌঁছলে সশস্ত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও ছুরিকাহত করে পালিয়ে যায়।
মানিককের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় ফাজিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক জানান, নিহত রবিউল হক একজন সক্রিয় যুবলীগ কর্মী ছিলেন। তার কোনো শত্রু ছিলো না। তিনি হত্যাকারীদের খুঁজে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ওমর হায়দার দুর্বৃত্তদের হাতে এক যুবলীগ কর্মী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, “মামলার প্রস্তুতি চলছে।”
Comments