বিকালে বুয়েট ভিসির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলামের সঙ্গে আজ (১১ অক্টোবর) বিকালে আবরার হত্যার প্রতিবাদকারী শিক্ষার্থীদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
১১ অক্টোবর ২০১৯, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে আবরার হত্যার প্রতিবাদকারী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: আনিসুর রহমান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলামের সঙ্গে আজ (১১ অক্টোবর) বিকালে আবরার হত্যার প্রতিবাদকারী শিক্ষার্থীদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে আন্দোলনকারীদের দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে।

বিকাল ৫টায় বুয়েট ক্যাম্পাস মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে আজ সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়।

সম্মেলনে বলা হয়, উপাচার্যের ব্যক্তিগত সচিব গতকাল আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আজ বিকাল ৫টায় গণমাধ্যমের উপস্থিতিতে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে উপাচার্য বৈঠক করতে রাজি রয়েছেন বলে তিনি জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, বুয়েট প্রশাসন তাদের দাবিগুলোর বাস্তবায়ন নিয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের দাবি পূরণে প্রশাসন আন্তরিক নয় বলে তারা সম্মেলনে সাংবাদিকদের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

আরো পড়ুন:

বুয়েট শাখার ৯ নেতাকে বহিষ্কার করলো ছাত্রলীগ

ছাত্রলীগের জেরার পর বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আবরার হত্যা: ৯ জন আটক

সিসিটিভি ফুটেজ: আবরারকে পাঁজাকোলা করে সিঁড়িতে নেওয়া হয়

শিবিরের সঙ্গে আবরারের সংশ্লিষ্টতা ছিল না: পরিবার

দোষীদের দ্রুত গ্রেপ্তার করুন: ছাত্রলীগ

মতের পার্থক্যের কারণে কাউকে মেরে ফেলা উচিত না: কাদের

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আবরারের শেষ ফেসবুক পোস্ট

আবরারের সমস্ত শরীরে মারধর ও আঘাতের চিহ্ন

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago