সবার আগে ২০২০ ইউরোর মূল পর্বে হ্যাজার্ড-লুকাকুরা

romelu lukaku
রোমেলু লুকাকু। ছবি: বেলজিয়াম ফুটবল টুইটার

সবার আগে উয়েফা ইউরো ২০২০ এর মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বেলজিয়াম। বাছাই পর্বে টানা সপ্তম জয়ের পথে পুঁচকে স্যান ম্যারিনোকে গোলবন্যায় ভাসিয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি।

শুক্রবার রাতে ‘আই’ গ্রুপের ম্যাচে এডেন হ্যাজার্ড-রোমেলু লুকাকুরা জিতেছেন ৯-০ গোলের বিশাল ব্যবধানে। ব্রাসেলসে ঘরের মাঠে ফিফা র‍্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দল স্যান ম্যারিনোকে (২১০তম) নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন তারা।

দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখায় রেড ডেভিলরা। তারা ৮৩.৬ শতাংশ বল দখলে রাখে, বইয়ে দেয় আক্রমণের বন্যা। সবমিলিয়ে ৪১টি সুযোগ তৈরি করে বেলজিয়াম, শট নেয় ৪৩টি যার ১৭টি ছিল গোলমুখে!

প্রথম গোলের জন্য বেলজিয়ামকে অপেক্ষা করতে হয় ২৮তম মিনিট পর্যন্ত। এরপর স্যান ম্যারিনোর দুর্দশা কেবল বেড়েই গেছে। প্রথমার্ধেই তারা পিছিয়ে পড়ে ৬-০ গোলে। বিরতির পর হজম করে আরও তিন গোল।

স্বাগতিকদের মোট সাত খেলোয়াড় নাম লেখান স্কোরশিটে। জোড়া গোল করেন ইন্টার মিলান স্ট্রাইকার ও বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুকাকু। প্রথম লক্ষ্যভেদটির মাধ্যমে জাতীয় দলের জার্সিতে নিজের ৫০তম গোল পূর্ণ করেন তিনি। গোল না পেলেও জোড়া অ্যাসিস্ট করেন রিয়াল ফরোয়ার্ড হ্যাজার্ড।

২৮তম মিনিটে বেলজিয়ামকে এগিয়ে নেন লুকাকু। দুই মিনিট পর ব্যবধান বাড়ান মিডফিল্ডার নাসের চ্যাডলি। চার মিনিট পর স্যান ম্যারিনোর ডিফেন্ডার ক্রিস্টিয়ান ব্রোলি নিজেদের জালে নিজেই বল জড়িয়ে দেন।

৪১ থেকে ৪৫তম মিনিটের মধ্যে আরও তিন গোল আদায় করে নেয় রবার্তো মার্তিনেজের শিষ্যরা। লুকাকু নিজের দ্বিতীয় গোলের দেখা পান। এরপর জালের ঠিকানা খুঁজে নেন যথাক্রমে ডিফেন্ডার টবি অ্যাল্ডারভেইরেল্ড ও মিডফিল্ডার ইউরি টিয়েলেমান্স।

৭৯তম মিনিটে স্কোরলাইন ৭-০ করেন বদলি স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকে। পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বেলজিয়ামের জার্সিতে নিজের অভিষেক গোলের স্বাদ নেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার ইয়ারি ভার্শায়েরেন।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্যান ম্যারিনোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডিফেন্ডার টিমোথি কাস্টানিয়ে। তাতে নয় গোলের বিরাট ব্যবধানে জিতে ইউরোর মূল পর্বের টিকিট নিশ্চিত করে বেলজিয়ানরা।

সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বেলজিয়াম। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ার পয়েন্ট ১৮। তারা অন্য ম্যাচে ঘরের মাঠে স্কটল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে।

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal to export 40 MW power to Bangladesh via Indian grid from today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

1h ago