শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

Abiy Ahmed Ali-1.jpg
শান্তিতে নোবেল বিজয়ী আবি আহমেদ আলি। ছবি: সংগৃহীত

নরওয়ের অসলোতে আজ (১১ অক্টোবর) শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। তিনি ১০০তম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

নোবেল কমিটি জানিয়েছে, প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে নিজ দেশের দ্বন্দ্ব সমাধানে ভূমিকা রাখায় তাকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

শান্তির নোবেলের জন্য এ বছর মনোনয়ন পান ২২৩ জন ব্যক্তি এবং ৭৮টি প্রতিষ্ঠান।

শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের প্রচেষ্টার জন্য এবং বিশেষত প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত সংঘাত নিরসনে নিষ্পত্তিমূলক উদ্যোগের জন্য আবিকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকীতে স্টকহোম এবং অসলোতে একটি জমকালো অনুষ্ঠানে এ বছর নোবেল বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

প্রতিটি ক্ষেত্রের জন্য ৯০ লাখ ক্রোনার (৯ লাখ ১৮ হাজার ডলার), একটি গোল্ড মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হবে। আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এর আগে, বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি ২০১৮ এবং ২০১৯ সালের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।

পোলিশ লেখক ওলগা তোকারচুক ও অস্ট্রিয়ার পিটার হান্দকে যথাক্রমে ২০১৮ এবং ২০১৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন। গত বছর যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় সাহিত্যে নোবেল দেওয়া হয়নি।

Comments

The Daily Star  | English

Underground damage at Iran's Fordow site is unclear, IAEA

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

11h ago