আবরার হত্যায় আসামি জিয়নের স্বীকারোক্তি

court_palash-1.jpg
৮ অক্টোবর ২০১৯, আবরার হত্যা মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: স্টার/পলাশ খান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের একজন মেফতাহুল ইসলাম জিয়ন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ (১১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান আসামি জিয়নকে ঢাকার মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনসারীর আদালতে হাজির করেন। সেখানে ১৬৪ ধারায় তার জবানবন্দী রেকর্ড করা হয়। জবানবন্দী নেওয়ার পর জিয়নকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন বিচারক।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়ন জানিয়েছেন যে, গত ৬ অক্টোবর রাতে শেরে বাংলা হলের ২০১১ নম্বর রুমের ভেতর তার সহযোগীদের আবরারকে পিটাতে দেখেছেন তিনি।

প্রাথমিকভাবে পুরো জবানবন্দিতে জিয়ন কী কী স্বীকার করেছেন তা বিস্তারিত জানা যায়নি।

নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র মেফতাহুল ইসলাম জিয়ন বুয়েট শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন।

গত ৮ অক্টোবর মামলায় গ্রেপ্তার জিয়নসহ ১০ আসামিকে পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকা মুখ্য মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।

Comments

The Daily Star  | English

US officials preparing for possible strike on Iran in coming days, Bloomberg reports

Iran and Israel continue to attack each other on Wednesday night, as Donald Trump weighs US involvement

10h ago