আবরার হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

Abrar-Killing-1.jpg
১২ অক্টোবর ২০১৯, আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে টানা ছয় দিনের মতো বুয়েট শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ছবি: পলাশ খান/স্টার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারে নাম থাকা আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, গ্রেপ্তারকৃতের নাম- মোয়াজ আবু হুরায়রা (২০)। তার পিতার নাম মাশরুর-উজ-জামান। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচরের পিরপুর গ্রামের বাসিন্দা। মোয়াজ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।

তিনি আরও জানান, আজ (১২ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে মোয়াজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

এ নিয়ে আবরার ফাহাদ হত্যা মামলায় মোট ১৯ জনকে আটক করেছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago