আবরার হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারে নাম থাকা আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, গ্রেপ্তারকৃতের নাম- মোয়াজ আবু হুরায়রা (২০)। তার পিতার নাম মাশরুর-উজ-জামান। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচরের পিরপুর গ্রামের বাসিন্দা। মোয়াজ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।
তিনি আরও জানান, আজ (১২ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে মোয়াজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
এ নিয়ে আবরার ফাহাদ হত্যা মামলায় মোট ১৯ জনকে আটক করেছে পুলিশ।
Comments