সীমান্ত হত্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
পূর্বের পরিসংখ্যান তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০২ সালের মধ্যে শতাধিক মানুষ সীমান্তে নিহত হয়েছিলেন। ২০০৩ সালে মারা যান ৬৬ জন। সেখানে গত বছর নিহত হয়েছেন মাত্র তিন থেকে চার জন।
আজ শনিবার বিকেলে সিলেটে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ হলে হত্যাকাণ্ড আরও কমে যাবে উল্লেখ করে মোমেন বলেন, সীমান্তে যারা নিহত হয়েছেন তারা হয় চোরাকারবারি নয়ত ভারতে অনুপ্রবেশকারী।
ভারতের সঙ্গে সাম্প্রতিক চুক্তির ব্যাপারে তিনি বলেন, গ্যাস রপ্তানির চুক্তিতে লাভবান হবে বাংলাদেশ, এটা দেশের জন্য একটা সুখবর। আর ফেনী নদীর পানি দিয়ে প্রতিবেশী দেশের মাত্র ছয় হাজার মানুষের একটা শহরের চাহিদা পূরণ হবে।
চুক্তির আগেও ভারত পাম্প দিয়ে নদী থেকে পানি প্রত্যাহার করত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন সীমিত মাত্রায় পানি প্রত্যাহারের ব্যাপারটি ভারত নিজেই মনিটর করবে।
Comments