রাব্বির পেস ঝাঁজে জেতাও সম্ভব বরিশালের
প্রথম দিন ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। দ্বিতীয় দিনের অর্ধেক সময়ও লেগেছে মাঠ শুকাতে। তারপরও চার দিনের এই ম্যাচ কামরুল ইসলাম রাব্বির পেস ঝাঁজে দেখছে ফল। প্রথম শ্রেণীতে দ্বিতীয়বারের মতো নিলেন পাঁচ উইকেট। সিলেটকে অল্প রানে ধসিয়ে শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় বরিশাল।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে আগের দিনের ৩ উইকেটে ৬৮ রান নিয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট গুটিয়ে যায় মাত্র ৮৬ রানে। মাত্র ২৪ রানে ৬ উইকেট নেন এক সময় জাতীয় দলে খেলা রাব্বি।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বরিশাল। রাফসান আহমেদকে নিয়ে শাহরিয়ার নাফীস এনে দেন ভালো শুরু। ৮০ রানের জুটির পর রাফসানকে ফেরান সিলেটের তরুণ পেসার রেজাউর রাজা। ওয়ানডাউনে ফজলে মাহমুদ রাব্বির সঙ্গেও নাফীস পান আরেক জুটি। ৫১ রানের আরেক জুটির পর অভিজ্ঞ এই ব্যাটসম্যান থামেন ৬৩ রানে।
আরেক পাশে দ্রুত উইকেট হারানোর মাঝে অধিনায়ক ফজলে মাহমুদ দলকে নিয়ে যান নিরাপদ জায়গায়। ৭০ রান করে তিনি আউট হওয়ার পর আর বেশিক্ষণ ব্যাট করেনি বরিশাল। ২৩১ রান তুলে ইনিংস ঘোষণার পর শেষ বিকেলে সিলেটের দ্বিতীয় ইনিংসেও ২ উইকেট তুলে নেয় বরিশাল।
২ উইকেটে ২৭ রান তুলে দিন শেষ করা সিলেট পিছিয়ে আছে ১১৮ রানে। ঘাসে ভরা উইকেটে শেষ দিনে সিলেটের সামনে তাই টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ।
খুলনা-রংপুর ম্যাচ
এদিকে খুলনার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে সুবিধাজনক জায়গায় আছে খুলনা বিভাগ। রংপুরের ২২৭ রানের জবাবে ৩ উইকেটে ১৯২ রান তুলেছে খুলনা।
Comments