নিউইয়র্কে ক্লাবে গুলিতে ৪ জন নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সামাজিক ক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত চার জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে ব্রুকলিন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
শহরের একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোন প্রেক্ষাপটে হামলা হয়েছে বা বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এতে দুজন আহত হয়েছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, ক্লাবটি রাতের বেলাতেই শুধু খোলা থাকত।
Comments