আবরারকে দুই দফায় স্টাম্প দিয়ে পেটায় অনিক
আবরার হত্যা মামলায় গ্রেপ্তার বুয়েটের ছাত্র মোঃঅনিক সরকার ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আবরারকে দুই দফায় ক্রিকেট স্টাম্প দিয়ে পেটানোর কথা স্বীকার করেছেন তিনি।
পেটানোর পর ছাত্রলীগের অন্য নেতা-কর্মীদের সঙ্গে আবরারকে সিঁড়িতে নিয়ে যায় অনিক। এরপরই ডাক্তারকে ফোন করে ডেকে আনা হয়। অনিক তার জবানবন্দিতে আজ এসব কথা বলেছেন।
আবরার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান অনিককে আজ আদালতে নিয়ে যাওয়ার পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন।
তবে অনিকের বক্তব্যের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। অভিযোগ রয়েছে, আবরারকে ‘শিবির সন্দেহে’ ডেকে নেওয়ার পর সবচেয়ে বেশি পিটিয়েছিল অনিক।
জবানবন্দি দেওয়ার পর অনিককে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন বিচারক।
Comments