রাজীবের ভাইদের ১ মাসের মধ্যে ১০ লাখ টাকা দিতে স্বজন পরিবহনকে নির্দেশ

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কলেজছাত্র রাজীব হোসেনের দুই ভাইকে এক মাসের মধ্যে ১০ লাখ টাকা দিতে স্বজন পরিবহনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
আজ (১৩ অক্টোবর) হাইকোর্টের রায় স্থগিত চেয়ে স্বজন পরিবহনের করা এক আবেদনের শুনানিতে অংশ নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে, গত ২০ জুন হাইকোর্ট এক রায়ে রাজীবের দুই ভাই মেহেদী হাসান বাপ্পি (১৬) ও আবদুল্লাহ হৃদয় (১৫)-কে দুই মাসের মধ্যে ২৫ লাখ টাকা করে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে স্বজন পরিবহন ও বিআরটিসিকে নির্দেশ দিয়েছিলেন।
গত বছরের ৩ এপ্রিল রাজধানীর বাংলা মোটর এলাকায় দুটি বাসের রেষারেষিতে সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব তার হাত হারান। এরপর ১৭ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
Comments