নিজেকে বদলে জাতীয় দলের জন্য প্রস্তুতি নিচ্ছেন সাইফ

আঁটসাঁট টেকনিকের কারণে যুব দল থেকেই নির্বাচকদের নজরে ছিলেন সাইফ হাসান। দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্যই ভাবা হচ্ছিল তাকে। তবে একেক ধাপ পেরিয়ে জাতীয় দলে আসার ক্ষেত্রে অবশ্য দেখাতে পারছিলেন না তুমুল কোনো পারফরম্যান্স। ধারাবাহিকতার ঘাটতি পুষিয়ে এবার আলোয় ফেরার চেষ্টায় এই তরুণ। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ জেতানো দারুণ সেঞ্চুরি করে দেশে ফিরে সাইফ শোনালেন, চেষ্টা করছেন নিজেকে বদলে ফেলার।
saif hasan
সাইফ হাসান। ছবি: সংগৃহীত

আঁটসাঁট টেকনিকের কারণে যুব দল থেকেই নির্বাচকদের নজরে ছিলেন সাইফ হাসান। দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্যই ভাবা হচ্ছিল তাকে। তবে একেক ধাপ পেরিয়ে জাতীয় দলে আসার ক্ষেত্রে অবশ্য দেখাতে পারছিলেন না তুমুল কোনো পারফরম্যান্স। ধারাবাহিকতার ঘাটতি পুষিয়ে এবার আলোয় ফেরার চেষ্টায় এই তরুণ। শ্রীলঙ্কা ‘এ’  দলের বিপক্ষে সিরিজ জেতানো দারুণ সেঞ্চুরি করে দেশে ফিরে সাইফ শোনালেন, চেষ্টা করছেন নিজেকে বদলে ফেলার।

শনিবার (১২ অক্টোবর) কলম্বোয় ১১০ বলে ১১৭ রান করেন সাইফ। ৩২২ রান করে ডি/এল মেথডে বাংলাদেশ ‘এ’ দল জেতে ৯৮ রানে। প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতে থিতু হয়ে ৩২ রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে করেন ৫ রান। শেষ ম্যাচ সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচেই নিজেকে সবচেয়ে মেলে ধরেন তিনি। ১২ চার ৩ ছক্কায় করেন ১১৭।

আগে খেলতেন সময় নিয়ে। উইকেটে থিতু হতে গিয়ে মন্থর হয়ে পড়ত স্ট্রাইক রেট। এই জায়গায় বড়সড় একটা বদলের ইঙ্গিত এই তরুণের, ‘আসলে প্রিমিয়ার লিগ থেকে আল্লাহর রহমতে ভালো হচ্ছিল। সেখান থেকেই আসলে নিজের একটা পরিবর্তন আনার চেষ্টা করেছি। প্রিমিয়ার লিগে যেমনটা খেলার চেষ্টা করেছি, তার পরবর্তী যে টুর্নামেন্টগুলো হয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে ভালো হয়েছে আল্লাহর রহমতে। আবার ভারতেও কিছু ইনিংস ভালো ছিল। সবমিলিয়ে চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করার। যে সুযোগটি পাই সেটা কাজে লাগানোর চেষ্টা করছি।’

সাইফের এমন ব্যাটিং মাঠে বসেই দেখেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। তার ব্যাটিংয়ে মুগ্ধতার কথাও জানিয়েছেন তিনি। ‘এ’ দলের হয়ে ভালো করেছেন সাইফ। তার জন্য পরের ধাপ মানেই জাতীয় দল। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের জন্য ফিটনেস, স্কিল আর মনস্তাত্ত্বিক সব দিকেই নিজেকে প্রস্তুত করছেন তিনি, ‘জাতীয় দলের জন্য প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। চেষ্টা করছি আরো ফিট হওয়ার। ফিল্ডিং, ব্যাটিংয়ে আরো উন্নতি আনার। যখন খেলব তখনই ঘাটতি বের হবে। সেই ঘাটতি নিয়ে কাজ করার চেষ্টা করছি। যতটা উন্নতি করব এবং যতটা প্রস্তুত হব, তত ভালো হবে জাতীয় দলের জন্য।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago