এবার রান পেলেন না মুশফিক, ফের ব্যর্থ সাব্বির
প্রথম ইনিংসে ৭৩ রান করেছিলেন। সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হওয়ার পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম আর তেমন রান পেলেন না। অনেকক্ষণ টিকে থিতু হয়ে টানতে পারেননি। আর প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন সাব্বির রহমান।
ফতুল্লায় প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ব্যাকফুটে থেকে ড্র করেছে রাজশাহী বিভাগ। দ্বিতীয় ইনিংসে রাজশাহী ৫ উইকেটে ১০৬ রান তুলার পর ১৩ ওভার আগে ড্র মেনে নেয় দুদল।
আগের দিনের ৬ উইকেটে ২০৬ রান নিয়ে নেমে আর ৪৮ রান যোগ করে অলআউট হয় ঢাকা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ঢাকার নায়ক তাইবুর পারভেজ করেন ৮৮ রান। ঢাকার ইনিংস মুড়ে দিয়ে পাঁচ উইকেট নেন তাইজুল ইসলাম।
প্রায় দুই সেশনের বেশি সময়ে ২৯৮ রানের লক্ষ্য পায় রাজশাহী। রাজশাহীর সামনে তখন দিন পার করার চ্যালেঞ্জ, ঢাকার সুযোগ ছিল ম্যাচ বের করার। তাতে বল হাতে দারুণ শুরু পায় ঢাকা। দুই পেসার সুমন খান আর শাহাদাত হোসেন মিজানুর রহমান আর জুনায়েদ সিদ্দিকীকে তুলে নেন ২০ রানের মধ্যেই।
১৯ রান করা অভিষেক মিত্রকেও ছাঁটেন সুমন। মুশফিককে নিয়ে অধিনায়ক জহুরুল চেষ্টায় ছিলেন জুটির। ৬০ বলে ২১ রান করে শুভাগত হোমের বলে মুশফিক ফিরে গেলে হারের শঙ্কাও জেগেছিল বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর। সে শঙ্কা আরও বাড়িয়ে দেন সাব্বির রহমান। ছয়ে নামা এই ব্যাটসম্যান ১৩ বল খেলে শুভাগতের বলে হয়ে যান এলবিডব্লিও। ৯৯ রানেই ৫ উইকেট হারায় রাজশাহী।
তবে আর দশ ওভার কোন উইকেট ফেলতে না পেরে ড্র মেনে নেয় ঢাকা।
Comments