সামনের মাসেই আর্জেন্টিনা দলে ফিরবেন মেসি: স্কালোনি

ছবি: এএফপি

আন্তর্জাতিক ফুটবলে বর্তমানে নিষিদ্ধ রয়েছেন হালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। তবে এ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী নভেম্বরেই। এরপরেই জাতীয় দলের জার্সিতে খেলতে কোন বাঁধা নেই তার। তবে সহসাই জাতীয় দলে ফিরবেন কি না এ তারকা এ নিয়ে সংশয় থেকেই যায়। কিন্তু সব সংশয় উড়িয়ে দিয়েছেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। আগামী মাসেই মেসি দলে ফিরবেন বলে জানিয়েছেন এ আর্জেন্টাইন।

মূলত প্রীতি ম্যাচে গত বুধবার জার্মানির বিপক্ষে মানসম্পন্ন ফরোয়ার্ডের অভাবটা ভালো ভাবেই টের পেয়েছে আর্জেন্টিনা। তাই মেসি ও আগুয়েরোর না থাকা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। নিষেধাজ্ঞার কারণে মেসি না থাকলেও আগুয়েরোর না থাকাটা কিছুটা বিস্ময়করই। তবে আগুয়েরো শতভাগ ফিট ছিলেন না বলেই জানিয়েছেন কোচ স্কালোনি।

আজ (১৩ অক্টোবর) রাতে ইকুয়েডরের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। মাঠে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেসির ফিরে আসা নিয়ে কথা বলেন আর্জেন্টাইন কোচ, 'নিষেধাজ্ঞার কারণে মেসি এখানে নেই। সের্জিও আগুয়েরো এখানে নেই কারণ তার কিছু সমস্যা রয়েছে। সে তার ক্লাবের হয়ে শতভাগ দিয়ে অনুশীলন করতে পারছে না। তবে সামনের মাসেই আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে তারা নিশ্চিত দলে থাকবেন।'

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। যে ম্যাচটি হওয়ার কথা রয়েছে ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সব ঠিক থাকলে বাংলাদেশে আসছেন বার্সেলোনা অধিনায়ক। সঙ্গে ফিরছেন দলের আরেক তারকা আগুয়েরোও।

কোপা আমেরিকা থেকে অনাকাঙ্ক্ষিত বিদায়ের পর দক্ষিণ আমেরিকার গভর্নিং বডি কনমেবলের ওপর দুর্নীতির অভিযোগ তুলেছিলেন মেসি। সে কারণে পরে তিন মাসের জন্য তাকে নিষিদ্ধ করে সংস্থাটি। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ডও দেখেন তিনি। সবমিলিয়ে তাই পদক নিতেও যাননি রেকর্ড ছয় বারের বর্ষসেরা এ তারকা।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

9h ago