একসঙ্গে মেসি-গ্রিজমানই বার্সেলোনার সমস্যা: সিমিওনি
গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন লিওনেল মেসি। আর বেশ কয়েক বছর ধরে দারুণ খেলছেন আতোঁয়ান গ্রিজমানও। এ দুই বিশ্বসেরা তারকা এবার খেলছেন একই ক্লাবের হয়ে। কিন্তু বার্সেলোনায় এখনও জমে ওঠেনি এ দুই তারকার জুটি। আর সময়ের দুই সেরা তারকাকে এক সঙ্গে নিয়ন্ত্রণ করাটা বড় সমস্যা বলে মনে অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমিওনি।
বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন গ্রিজমান। কেমন হবে তার বার্সেলোনা ক্যারিয়ার? আর তার সম্পর্কে এ বিষয় সবচেয়ে ভালো মন্তব্য করতে পারেন সিমিওনিই। কারণ তার অধীনেই আলো ছড়িয়েছেন এ ফরাসী। এ দুই তারকার জুটি না জমার কারণ জিজ্ঞাসা করলে এ আর্জেন্টাইন কোচ বলেন, 'এটাই ভালভার্দের একটি সমস্যা, আমারও (সমস্যা) আছে।'
অ্যাতলেতিকোতে থাকতে ডান প্রান্তে খেলতেন গ্রিজমান। বার্সেলোনায় ডান প্রান্তে বহু বছর ধরেই খেলছেন মেসি। তাই নতুন ক্লাবে এসে গ্রিজমানকে বাঁপ্রান্তে খেলতে হচ্ছে। কিন্তু সে অর্থে এখনও মানিয়ে নিতে পারছেন না এ ফরাসী। তবে খুব শীগগিরই পারবেন বলে আশা করছেন সিমিওনি, 'সে (গ্রিজমান) খুব একটা কথা বলে না কিন্তু মাঠে সে অনেক বেশি সম্পৃক্ত থাকে। সে ধীরে ধীরে গ্রুপের মধ্যে ঢুকে যাবে, এক পা এক পা করে, শান্তভাবে। সে দারুণ সুখী একজন মানুষ। আমার কোন সন্দেহ নেই যে সে এটা পারবে না।'
ব্যক্তি গ্রিজমানকে খুব ভালো করে জানেন বলেই আত্মবিশ্বাসী সিমিওনি। পারফর্ম করেই এ ফরাসী তরুণ মন জয় করে নিবেন বলে মনে করেন তিনি,'আমি তাকে কয়েক দিন আগে দেখেছি। তাকে সত্যিই সুখী দেখাচ্ছিল। অবশ্যই সে সেখানে আছে যেখানে সে থাকতে চেয়েছিল। তার অনেক মেধা রয়েছে এবং সব কিছুই ঠিক হয়ে যাবে। সে খুবই ভালো একজন মানুষ, বিনয়ী। সে জানে বিনয়ী আচরণ করে কীভাবে একটি গ্রুপে ঢুকতে হয়।'
সমর্থকদের চাহিদা মেটাতে অবশ্য বেশ চেষ্টা করে যাচ্ছেন গ্রিজমান। বার্সার হয়ে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে গোল করেছেন ৩টি। এর মধ্যে ১টি এসেছে মেসির বানিয়ে দেওয়া বল থেকেই। এছাড়া সঙ্গে ২টি গোলের যোগানও দিয়েছেন এ ফরাসী। তবে শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে একাদশে জায়গা হয়নি তার। অ্যাতলেতিকোর হয়ে দুর্দান্ত খেলেছিলেন গ্রিজমান। ২৫৭ ম্যাচে ১৩৩ গোল দেওয়ার পাশাপাশি ৫০টি গোলের যোগানদাতাও ছিলেন এ তারকা।
Comments