‘বন্দুকযুদ্ধে যুবলীগ কর্মী’ নিহত

gun_5.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চাঁদাবাজির দায়ে অভিযুক্ত এক ‘যুবলীগ কর্মী’ নিহত হয়েছেন।

গতকাল (১৩ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব।

নিহতের নাম- খুরশীদ আলম (৪৫)। তিনি মোগলটুলী এলাকার শফিক আহমদের ছেলে। স্থানীয়রা জানান, খুরশীদ আলম নিজেকে যুবলীগের কর্মী হিসেবে পরিচয় দিতেন। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত হতে পারেনি দ্য ডেইলি স্টার।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ জানান, গতকাল দিবাগত রাত সাড়ে নয়টার দিকে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে এ ঘটনা ঘটে।

তিনি জানান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের একটি দল জমায়েত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে তাদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

বন্দুকযুদ্ধ থামার পর ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। র‌্যাব কর্মকর্তারা সেটিকে খুরশীদ আলমের মরদেহ বলে চিহ্নিত করেন।

সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও একটি শুটার গান উদ্ধার করা হয়।

খুরশীদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন এবং চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে বলেও র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Mango Moment: A sweet deal for Bangladesh

Bangladesh's delicious mangoes: untapped economic potential, requiring a national strategy

14h ago