৪ শিশুকে ধর্ষণের ঘটনায় পঞ্চাশোর্ধ ব্যক্তি গ্রেপ্তার
ঢাকার ধামরাই উপজেলায় চার শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আফসার উদ্দিন (৫৫)। তিনি ধামরাই পৌরসভার আমবাগান এলাকার বাসিন্দা।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা জানান, গতকাল সন্ধ্যায় আফসার উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকার একটি আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
শিশুদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আফসার উদ্দিন প্রতিবেশী পাঁচ থেকে নয় বছর বয়সী ওই চার শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে নিজ বাড়ির একটি কক্ষে নিয়ে যান। পরে সেখান থেকে একে একে তাদের ছাদে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে শিশুরা চিৎকার শুরু করলে আফসার পালিয়ে যান এবং স্থানীয়রা এসে শিশুদের উদ্ধার করে।
প্রথমে লোকলজ্জার ভয়ে শিশুদের অভিভাবকরা বিষয়টি চেপে যান। পরবর্তীতে তারা স্থানীয় ওয়াছের আলী মাতব্বরের কাছে এ ঘটনার বিচার দাবি করেন। ওয়াছের আলী বিষয়টি ধামরাই পৌরসভার কাউন্সিলর সাহেব আলী মাতব্বরকে জানালে, তিনিও বিচারের অপারগতা প্রকাশ করে রবিবার বিকেলে ঘটনাটি পুলিশকে জানান।
এদিকে, গতকাল রাতে ভুক্তভোগী চার শিশুর পরিবারের পক্ষে এক শিশুর বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি দীপক সাহা বলেন, “প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী চার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।”
Comments