নেইমারের যত ইনজুরি
ইনজুরি যেন নেইমারের নামের সঙ্গে সমার্থক শব্দে পরিণত হয়ে পড়েছে। প্রায় প্রতি মৌসুমেই একাধিক বার ইনজুরির ছোবলে পড়ছেন এ ব্রাজিলিয়ান। চলতি বছরে এরমধ্যেই তৃতীয় বার ইনজুরিতে পড়লেন।
আগের দিন নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের দ্বাদশ মিনিটেই বাম পায়ের হ্যামস্ট্রিং সমস্যায় পড়ে মাঠ ছাড়েন নেইমার। গত জানুয়ারিতে ডান পায়ের পাতার মেটাটারসাল হাড় ভেঙে মাঠের বাইরে ছিলেন আড়াই মাস। ফিরে কাতারের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে ডান গোড়ালির চোটে পড়েন। ট্রান্সফার কাণ্ড সেবার তো মতো ৯০ দিনই মাঠের বাইরে থাকতে হয়। সব মিলিয়ে এর মধ্যেই চলতি বছরে ১৭৫ দিন মাঠের বাইরে ছিলেন ২৭ বছর বয়সী এ তারকা।
ইউরোপে আসার পর ক্যারিয়ারে ছোট-বড় মিলে মোট ১৬ বার চোটে পড়েছেন নেইমার।
নেইমারের ইনজুরির তালিকা:
-জানুয়ারি ১৬, ২০১৪: গোড়ালির সমস্যা, ৩২ দিন
-এপ্রিল ১৭, ২০১৪: পায়ের সমস্যা, ২৫ দিন
-জুলাই ৩, ২০১৪: কশেরুকার সমস্যা, ৩০ দিন
-আগস্ট ১, ২০১৪: শিরদাঁড়ার ইনজুরি, ৭ দিন
-আগস্ট ১০, ২০১৫: অসুস্থ, ১৪ দিন
-ডিসেম্বর ৭, ২০১৫: ঊরুর পেশীর সমস্যা, ১৪ দিন
-জানুয়ারি ২১, ২০১৬: ঊরুর সমস্যা, ৭ দিন
-ডিসেম্বর ৫, ২০১৬: সংযোজক পেশীর সমস্যা, ৭ দিন
-মার্চ ৯, ২০১৭: পায়ের পেশী সমস্যা, ৭ দিন
-সেপ্টেম্বর ২১, ২০১৭: শারীরিক সমস্যা, ৪ দিন
-নভেম্বর ২, ২০১৭: শারীরিক সমস্যা, ১১ দিন
-ফেব্রুয়ারি ২৬, ২০১৮: মেটাটারসাল ফ্রেকচার, ৯০ দিন
-নভেম্বর ২১, ২০১৮: সংযোজক পেশীর সমস্যা, ১১ দিন
-জানুয়ারি ২৪, ২০১৯: পায়ের ইনজুরি, ৮৫ দিন
-জুন ৭, ২০১৯: গোড়ালির লিগামেন্ট ছেঁড়া, ৯০ দিন
-অক্টোবর ১৩, ২০১৯: হ্যামস্ট্রিং সমস্যা, চলছে...
Comments