খেলা

সৌরভ বিসিসিআই'র সভাপতি হওয়ায় বাড়তি সুবিধা দেখছে বিসিবি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলির দায়িত্ব নিতে যাওয়ার খবর ভীষণ ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সাবেক এই বাঙালি ক্রিকেটারের সঙ্গে তাদের আছে আত্মার সম্পর্ক। এর সূত্র ধরে নানান ইস্যুতে সুবিধা পাওয়ার আশায় আছেন তারা।
Sourav Ganguly And BCB
ছবি: এএফপি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলির দায়িত্ব নিতে যাওয়ার খবর ভীষণ ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সাবেক এই বাঙালি ক্রিকেটারের সঙ্গে তাদের আছে আত্মার সম্পর্ক। এর সূত্র ধরে নানান ইস্যুতে সুবিধা পাওয়ার আশায় আছেন তারা।

রোববার রাতে খবর বেরোয় নাটকীয়ভাবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ।

সৌরভের সভাপতি হওয়ার প্রতিক্রিয়ায় সোমবার জালাল ইউনুস নিজ বাসায় সাংবাদিকদের বলেন ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পর্কটা আরও নিবিড় করার আশায় আছেন তারা,  ‘বিসিসিআইয়ের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক আমাদের ভালো। যারা এখন বর্তমানে আছেন তাদের সঙ্গে সম্পর্ক ভাল। আগে যারা ছিলেন তাদের সঙ্গেও ছিল। সৌরভ গাঙুলি একজন বাঙালি, একজন সাবেক ক্রিকেটার সেজন্য নিঃসন্দেহে আমাদের জন্য বাড়তি একটা সুবিধা আমরা পাব।'

‘তার সঙ্গে কোনো একটা ইস্যু নিয়ে আলাপ আলোচনা করতে আমরা হয়ত আরেকটু স্বাচ্ছন্দ্যবোধ করব। কারণ সে একজন সাবেক বাঙালি ক্রিকেটার। আর এখানে আমাদের অনেকের সঙ্গেই ব্যক্তিগত সম্পর্ক আছে। বাংলাদেশে অনেকবার খেলে গিয়েছে। সে খুব কম বয়েসী। আমাদের এখানে তার একটা আত্মার সম্পর্ক আছে, অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে (ঘনিষ্ঠতা আছে)। এগুলো নিঃসন্দেহে কাজে লাগবে।’

অনেকবারই ভারত সফরের সূচি থাকলেও সেসব সফর হয়নি বাংলাদেশের। নানান অজুহাতে ভারত আমন্ত্রণ উপেক্ষা করে আসছিল।  এবার সৌরভ দায়িত্ব নিলে বকেয়া সিরিজগুলো ফেরতের আশা করছে বিসিবি, সেই সঙ্গে অন্যান্য ধাপেও দুই দেশের খেলা বাড়ানোর আশা তাদের, ‘একইসঙ্গে আগে আমরা যে খেলাগুলো পাইনি। হয়ত দ্বিপাক্ষিক সিরিজ, জুনিয়র লেভেলেও যদি একচেঞ্জ প্রোগ্রাম থাকে সেগুলো নিয়ে আমরা খোলামনে আলোচনা করতে পারব, এই সুবিধাটা আছে (সৌরভ সভাপতি হতে যাওয়ায়)।’

সৌরভ এমন সময় সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন যখন বাংলাদেশ ক্রিকেট দল আছে ভারত সফরের প্রস্তুতিতে। আসছে মাসে তিনটি টি-টোয়েন্টি আর দুই টেস্টের পূর্নাঙ্গ সিরিজ খেলতে ভারত যাচ্ছেন সাকিব আল হাসানরা। ২০১৭ সালে হায়দরাবাদে এক টেস্টের সিরিজ খেললেও ভারতে এই প্রথম পূর্নাঙ্গ দ্বিপাক্ষিক সফর করবে বাংলাদেশ।

বাঙালি না হলেও কলকাতার আরেক সংগঠক জগমোহন ডালমিয়া আইসিসি সভাপতি থাকাকালীন সুবিধা আদায় করতে পেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট মর্যাদা পেতে ভূমিকা রেখেছিলেন ডালমিয়া। ২০০০ সালে অভিষেক টেস্টেও প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছিল বাংলাদেশ। সে ম্যাচ দিয়েই ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয় সৌরভের।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

7h ago