মোবাইল নাম্বার না বদলে অপারেটর পাল্টেছেন ৭ লাখ মানুষ
মোবাইল নম্বর না বদলে অপারেটর বদলের সুবিধা নিয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৫৫০ জন। বিটিআরসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত এক বছরে মোবাইল নাম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সুবিধা নিয়ে অপারেটর বদল করেছেন তারা।
এক বছর আগে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি (এমএনপি) সুবিধা চালু করে বিটিআরসি। আজ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে আরও ২ লাখ ৫৬ হাজার ৭৩৩ জন গ্রাহক অপারেটর বদলানোর চেষ্টা করেছিলেন। তবে বিভিন্ন কারণে শেষ পর্যন্ত আগের অপারেটরেই থাকতে হয়েছে তাদের।
এমএনপি সুবিধা নিয়েছেন তার সিংহভাগই গেছেন রবিতে। গত বছর অক্টোবর থেকে এবছরের সেপ্টেম্বরের মধ্যে অপারেটর বদলকারীদের ৮৪ শতাংশই রবির নতুন গ্রাহক হয়েছেন। সংখ্যার দিক থেকে এটা ৪ লাখ ৯৬ হাজার। অন্যদিকে রবি ছেড়ে যাওয়া গ্রাহকের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার।
অন্যদিকে, বৃহত্তম অপারেটর গ্রামীণফোন নতুন গ্রাহক পেয়েছে ১ লাখ ২৬ হাজার। অপারেটরটি গ্রাহক হারিয়েছে ২ লাখ ৭৪ হাজার।
আর, তৃতীয় বৃহত্তম অপারেটর বাংলালিংকে যোগ দিয়েছেন ৬৮ হাজার ৫২৮ জন। এই অপারেটরটি গ্রাহক হারিয়েছে ২ লাখ ৮৯ হাজার।
রাষ্ট্রায়ত্ত টেলিটক গ্রাহক পেয়েছে ৪ হাজার ৪২৭ জন আর গ্রাহক হারিয়েছে ৮ হাজার ১০১ জন।
Comments