আবরারকে প্রথম আঘাত করার কথা স্বীকার করলেন মেহেদী
বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার অন্যতম আসামি মেহেদী হাসান রবিন বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আবরারকে ডেকে নিয়ে প্রথম আঘাত করার কথা জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি।
আদালত সূত্রগুলো জানায়, মেহেদীকে আজ আদালতে নিয়ে যান এই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। সেখানে চার ঘণ্টা ধরে জবানবন্দি দেন তিনি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন।
সূত্রগুলো বলে, বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী এটা স্বীকার করেন যে সেই রাতে তিনিই আবরারকে প্রথম আঘাত করেছিলেন।
মেহেদীকে নিয়ে এ পর্যন্ত আবরার হত্যা মামলায় গ্রেপ্তার ১৯ জনের মধ্যে পাঁচ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। ছাত্রলীগের গ্রেপ্তারকৃত এই নেতাকর্মীদের মধ্যে ১৫ জন এজাহারভূক্ত আসামি। অন্য চারজনকে সন্দেহমূলক গ্রেপ্তার করা হয়েছে।
Comments