আবরার হত্যা মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় এজহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Abrar Fahad
নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় এজহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান আজ (১৫ অক্টোবর) সাংবাদিকদের বলেন, আবরার হত্যা মামলায় অভিযুক্ত এএসএম নাজমুস সাদাতকে আজ ভোররাত ৩টার দিকে দিনাজপুরের কাটলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নাজমুস সাদাত বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। সাদাতকে নিয়ে এখন পর্যন্ত এ মামলায় অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে গত ৭ অক্টোবর বুয়েট শাখার ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়ে হত্যা করে।

পরে, আবরারের বাবা রাজধানীর চকবাজার থানায় শাখার ছাত্রলীগের ১৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত হিসেবে আরও অনেকের কথা উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Keep up efforts to build a ‘dignified, unique’ Bangladesh

Yunus urges students; tells them to utilise the unique opportunity to build the nation

39m ago