এম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চট্টগ্রামে নিহত ২
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার ছবিতে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় এম্বুলেন্সের পুরো ছাদটিই উড়ে গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধিকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য বাঁশখালী থেকে এম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল।
বিকেল পৌনে ৪টার দিকে এম্বুলেন্সটি চাতরী চৌমুহনী এলাকায় পৌঁছানোর পর বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয় বলে জানান ওসি।
Comments