আবরার হত্যা: আবার রিমান্ডে তানভীর, অমিত
বুয়েটের আবরার হত্যা মামলায় দুজনকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে আরও জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আবার সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। আদালত দুজনের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ও অপর জনকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
রিমান্ডে পাঠানো দুজন হলেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ তম ব্যাচের খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের অমিত সাহা। অন্যদিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের হোসেইন মোহাম্মদ তোহাকে কারাগারে প্রেরণের আদেশ এসেছে।
গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও আবরার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান আজ দুজনের জন্য সাত দিন করে রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এই আদেশ দেন।
Comments