যুবলীগের বয়স কাঠামো নিয়ে রবিবার আলোচনা হবে: ওবায়দুল কাদের

Obaidul Quader
ওবায়দুল কাদের। ফাইল ফটো

যুবলীগের বয়স কাঠামো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার (২০ অক্টোবর) গণভবনে বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ (১৮ অক্টোবর) রাজধানীর বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সেসময় তিনি রাজনীতিতে বিএনপির ইতিবাচক ধারায় ফিরে আসার আশাও প্রকাশ করেন। বলেন, “বিএনপি রাজনীতিতে ইতিবাচক ধারায় ফিরে আসুক, এটা আমরা চাই। তারা অভিযোগ আর নালিশের রাজনীতি বাদ দিয়ে গণরাজনীতির ধারায় ফিরে আসুক, সেটাই আশা করি।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দায়িত্বজ্ঞানহীন সব কর্মকাণ্ডই করছে তারা। তারা নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কোনো একটা ইস্যু পেলেই তারা তার মধ্যে রাজনীতি খুঁজে পায়।

“সরকার বাকশালী আচরণ করছে”- বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিএনপির একটি রোগ আছে। সেটা হলো- অভিযোগ। অভিযোগ নামক রোগ বিএনপিকে পেয়ে বসেছে। তারা কথায় কথায় অভিযোগ করে, নালিশ করে। এছাড়া তো তাদের আর কিছু করার নেই।

ওবায়দুল কাদের বলেন, নিরাপদ সড়ক, কোটা সংস্কার আন্দোলন- একটা পেলেই তারা ধরে বসে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডে তারা ইস্যু খোঁজার চেষ্টা করেছিলো। তাদের ইস্যু খুঁজে পাওয়ার রাজনীতিতে জনগণ সাড়া দেবে না।

“বাংলাদেশের রাজনীতিতে অবজেক্টিভ কোনো ইস্যুতে তারা নেই,” বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

Comments

The Daily Star  | English

Trump says Iran has 'maximum' two weeks, dismisses Europe peace efforts

Israel's war with Iran entered its second week on Friday with the Israeli military chief warning of a "prolonged campaign"

2h ago