চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই। আজ (১৮ অক্টোবর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
kalidas_karmakar.jpg
একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কালিদাস কর্মকার। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই। আজ (১৮ অক্টোবর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

গ্যালারি কসমসের নির্বাহী শিল্প ব্যবস্থাপক শিল্পী সৌরভ চৌধুরী জানান, চারুকলায় একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কালিদাস কর্মকারকে আজ বিকাল তিনটায় ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সৌরভ চৌধুরী দ্য ডেইলি স্টারকে আরও জানান, দুপুর ১২টার দিকে শিল্পীকে ইস্কাটনের বাসার গোসলখানায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিল্পকলায় অসামান্য অবদানের জন্য গতবছর একুশে পদক, শিল্পকলা পদকসহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন বরেণ্য এই চিত্রশিল্পী।

নিরীক্ষাধর্মী শিল্পী কালিদাস কর্মকারের জন্ম ১৯৪৬ সালে ফরিদপুরে। শৈশবেই তিনি আঁকতে শুরু করেন। স্কুল জীবন শেষে ঢাকা ইনস্টিটিউট অব আর্টস থেকে তিনি ১৯৬৩-৬৪ সালে চিত্রকলায় আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন।

kalidas_karmakar-2.jpg
ছবি আঁকাবস্থায় শিল্পী কালিদাস কর্মকার। স্টার ফাইল ছবি

তিনি ১৯৬৯ সালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।

Comments

The Daily Star  | English

Mob beating at DU: Six students confess involvement

Six students of Dhaka University, who were arrested in connection with killing of 35-year-old Tofazzal Hossain inside their hall on Wednesday, confessed to their involvement in the crime before a magistrate

9h ago