বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগের আহ্বান ডা. জাফরুল্লাহর

গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারবিরোধী আন্দোলন শুরু করতে বিএনপিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
Dr.-Zafrullah-Chowdhury-1.jpg
১৮ অক্টোবর ২০১৯, জাতীয় প্রেসক্লাবে ‘খালেদা জিয়ার মুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসি’র দাবিতে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারবিরোধী আন্দোলন শুরু করতে বিএনপিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, “সব বিভেদ ভুলে জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন। বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে। দেশে গণতন্ত্রের মুক্তি আসবে। খালেদা জিয়াও মুক্ত হবেন।”

আজ (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘খালেদা জিয়ার মুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসি’র দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএনপিপন্থী) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “৩০ ডিসেম্বর নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে। আজ জনগণের প্রশ্ন, সামনে ভোট দিতে পারবে কী না? ভোট দেওয়ার সংগ্রামটাই জনগণের কাছে আসল। এজন্য আন্দোলন করতে হবে। জামায়াত জোটে থাকলে আন্দোলন হবে না। এই যে আমীর খসরু, এটি আপনাদেরই দায়িত্ব।”

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago