‘প্রক্সি-অধিনায়ক’ নিয়েও টস হারলেন ডু প্লেসি
টস ভাগ্যটা ভালো যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির। টানা হেরেই চলেছেন। নিজের ওপর কিছুটা বিরক্তও তিনি। তাই ভাগ্য বদলাতে ভারতের বিপক্ষে রাঁচি টেস্টের টসের সময় ‘প্রক্সি-অধিনায়ক’ হিসেবে ডু প্লেসি মাঠে নিয়ে আসেন টেম্বা বাভুমাকে। তিনিই করেন ‘কল’। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। ফের টস হেরেছে প্রোটিয়ারা!
শনিবার (১৯ অক্টোবর) নির্ধারিত ক্ষণ উপস্থিত। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের টসের জন্য তৈরি ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার দলনেতা ডু প্লেসি। কিন্তু আরও একজন ক্রিকেটারকে দেখা গেল তাদের সঙ্গে। প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটসম্যান বাভুমা। ধারাভাষ্যকার মুরালি কার্তিক তাকে পরিচয় করিয়ে দেন ‘প্রক্সি অধিনায়ক’ হিসেবে!
টানা সাত ও এশিয়ার মাটিতে টানা নয় টেস্টে টস হারের পর এই কৌশল বেছে নেন ডু প্লেসি। কোহলি কয়েন শূন্যে ছুঁড়ে দিলে তার পরিবর্তে বাভুমাই ‘কল’ করেন। লাভ অবশ্য হয়নি। টস হেরেছেন ‘প্রক্সি-অধিনায়ক’ও!
এমন কাণ্ডের পর হাসিতে ফেটে পড়েন কোহলি ও কার্তিক। তবে ডু প্লেসির টস ভাগ্য বদলের এই মরিয়া পদক্ষেপ পছন্দ হয়নি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের। ধারাভাষ্য কক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তিনি তীব্র সমালোচনা করেছেন উত্তরসূরির।
বিশাখাপত্নম ও পুনেতে আগের দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ভারত। হোয়াইটওয়াশ এড়াতে শেষ টেস্টের দলে পাঁচটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ছিটকে গেছেন কেশব মহারাজ ও এইডেন মার্করাম। বাদ পড়েছেন থিউনিস ডি ব্রুইন, সেনুরান মুথুসামিও। বিশ্রাম দেওয়া হয়েছে ভারনন ফিল্যান্ডারকে।
এই ম্যাচে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেনের। দলে ফিরেছেন ব্যাটসম্যান জুবাইর হামজা, পেসার লুঙ্গি এনগিডি ও অফ স্পিনার ডেন পিয়েট।
Comments