লিটনের পর নাঈমের সেঞ্চুরি
লিটন দাসের সঙ্গে ১৩০ রানের জুটিতে প্বার্শ ভূমিকায় ছিলেন অভিজ্ঞ নাঈম ইসলাম। সেঞ্চুরি তুলে লিটন ফেরার পর মূল ভূমিকায় নিজেকে নিয়ে আসেন তিনি। চোয়ালবদ্ধ দৃঢ়তায় প্রথম শ্রেণীতে আরেকটি সেঞ্চুরি করে ঢাকার রান পাহাড়ের জবাব দিচ্ছেন তিনি।
চট্টগ্রামে প্রথম স্তরের ম্যাচে ঢাকার ৫৫৬ রানের পাহাড়ের জবাবে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৩৪ রান করে ফেলেছে রংপুর বিভাগ। ১২২ করে লিটন আউট হওয়ার পর ২৯৬ বলে ১২৪ করে অপরাজিত আছেন নাঈম। প্রথম শ্রেনীতে এটি তার ২৭তম সেঞ্চুরি। সঙ্গী তানবীর হায়দার আছেন ৫২ রানে।
আগের দিন ফিফটি তুলে এদিন সকালেই আরো দুর্বার হয়ে উঠে লিটনের ব্যাট। নাঈমকে পাশি নিয়ে দ্রুত রান বাড়াতে থাকেন তিনি। লাঞ্চের আগেই পৌঁছেন যান সেঞ্চুরিতে। লাঞ্চের পর ১৮৯ বলে ১৪ রানে থমান ১২২ রানের ইনিংস।
লিটন ফেরার পর নাসির হোসেন ফেরেন দ্রুত। রংপুর অধিনায়ক আরেকবার ব্যর্থ হয়ে আউট হয়েছেন মাত্র ১ রান করে। নাঈমের সঙ্গে ৩৪ রানের আরেকটি জুটির অর আরিফুল হক আউট হয়ে যান ১৭ রান করে। তবে অভিজ্ঞ নাঈমের সঙ্গে মিলে দলকে বিপদে পড়তে দেননি তানবীর।
৯৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন দুজন।
Comments