লা লিগায় আর অপরাজিত নয় রিয়াল
অষ্টম রাউন্ড শেষে একমাত্র দল হিসেবে স্প্যানিশ লা লিগায় অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ। তবে অপরাজিত তকমাটা আর থাকল না জিনেদিন জিদানের শিষ্যদের। নবম রাউন্ডে এসে মৌসুমের প্রথম হারের স্বাদ নিয়েছে দলটি। চোটের কারণে নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড়কে বাইরে রেখে খেলতে নামা রিয়ালের বিপক্ষে জয় তুলে নিয়েছে মায়োর্কা।
শনিবার রাতে লা লিগায় ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ছয় মৌসুম পর স্পেনের শীর্ষ লিগে ফেরা মায়োর্কা। লস ব্লাঙ্কোসদের অগোছালো খেলার পুরো ফায়দা তুলে নিয়ে ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বাকি সময়ে তারা নিজেদের জাল অক্ষত রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। রিয়াল আবার পুরো ১১ জন নিয়েও খেলা শেষ করতে পারেনি। ৭৪তম মিনিটে তাদের ডিফেন্ডার আলভারো ওদ্রিওজোলা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
চোটের কারণে এ ম্যাচে রিয়ালের হয়ে খেলতে পারেননি টনি ক্রুস, লুকা মদ্রিচ, গ্যারেথ বেল ও লুকাস ভাজকেজ। তাদেরকে ছাড়া প্রথমার্ধে এলোমেলো ফুটবল খেলে দলটি। তার খেসারত হিসেবে সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে তারা। মায়োর্কার লাগো জুনিয়র খুঁজে নেন জাল। সমতায় ফেরার ভালো একটি সুযোগ রিয়াল অবশ্য পেয়েছিল ২৭তম মিনিটে। তবে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার শট ক্রস বারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে নিজেদের বেশ গুছিয়ে নেয় রিয়াল। আক্রমণের পর আক্রমণে মায়োর্কার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে তারা। ৬৯তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর দারুণ একটি প্রচেষ্টা প্রতিহত হয়। তবে পাঁচ মিনিট পর ১০ জনের দলে পরিণত হয় তারা। তারপরও মায়োর্কার ওপর চাপ ধরে রাখে রিয়াল। কিন্তু গোল শোধ করতে পারেনি তারা।
লিগে প্রথম হারের পর ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। এই রাউন্ডের অন্য ম্যাচে এইবারের মাঠে ৩-০ গোলে জেতা বার্সেলোনা সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার শীর্ষে। ওসাসুনার বিপক্ষে ১-০ গোলে জেতা গ্রানাদা ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা অ্যাতলেতিকো মাদ্রিদ ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে চার নম্বরে।
Comments