‘মূল সমস্যা আপনারা জানেন, কিন্তু বলতে চান না’

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ফাইল ছবি: খালিদ হুসাইন অয়ন

বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খোলামেলা অনেক কথা বলেছিলেন সাকিব আল হাসান। এমনকি ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজার বিশ্বকাপ পারফরম্যান্স নিয়েও কথা বলতে দ্বিধা করেননি। কথা বলেছেন দেশের ক্রিকেটের অবকাঠামোগত ঘাটতি নিয়ে।  এবার তার বাসায় দ্য ডেইলি স্টারের সঙ্গে একান্ত সাক্ষাতকারে হতাশা জানিয়েছেন দেশের ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা নিয়ে।  

ডেইলি স্টারের মাজহার উদ্দিন ও বিশ্বজিত রায়য়ের সঙ্গে একান্ত আলাপে সাকিব অনুযোগ করেন, দেশের ক্রীড়া সাংবাদিকরা অনেক কিছুই জানেন, কিন্তু লেখেন বা বলেন তার খুব সামান্য,  ‘ আপনাদের সাংবাদিকদের সমস্যা হচ্ছে আপনারা জানেন যে বিষয়টা কি। কিন্তু কখনো আপনারা বলবেন না। আপনারা কারো থেকে শুনে ওর মাধ্যমে বলতে চান।’

তারকা ক্রিকেটাররা সমস্যা নিয়ে বললে মানুষ বেশি গুরুত্ব দেয়। কিন্তু সাকিব মনে করেন সাংবাদিকদের কথাও মানুষের কাছে অনেক মূল্যবান,  ‘বাংলাদেশের মানুষ এটার মূল্য দেয় (সাংবাদিকদের লেখার)। আমি দেখেছি আপনারা যখন বলেন তখন কিছু হয়। ব্যাপারটা তো এমন না যে আপনারা কিছু অবগত না। আপনারা সব সাংবাদিকরাই জানেন ভেতরে কি হচ্ছে। কার কি সমস্যা। কোন জায়গায় কোন জায়গায় সমস্যা দেশের ক্রিকেটে। পুরো না জানলেও ৭০—৮০  শতাংস তো জানেন। কিন্তু আপনারা কখনই লিখবেন না, কখনই বলবেন না। কি করবেন একটা খেলোয়াড়কে ধরেন, ‘ভাই আপনি বলেন তাহলে আমরা লিখব তারপর।’

‘বলছি না আপনারা একদম লেখেন না। কিন্তু সেটা খুব কম। গোনায় ধরার মতো না আরকি।’

সাকিবের পুরো সাক্ষাতকার প্রকাশিত হবে সোমবার, ‘দ্য ডেইলি স্টারের’ প্রিন্ট সংস্করণে। 

Comments

The Daily Star  | English

Heavy damage reported at four sites in Israel after Iran missile attack

Iran and Israel continue to attack each other on Wednesday night, as Donald Trump weighs US involvement

11h ago