শেষের কবিতার অমিত হতে চাই: অপূর্ব

apurbo.jpg
অভিনেতা অপূর্ব। স্টার ফাইল ছবি

টিভি নাটকের অসম্ভব জনপ্রিয় তারকা অভিনেতা অপূর্ব। তার সমসাময়িকরা সিনেমায় কাজ করলেও তাকে কেবল টিভি নাটকেই দেখা যায়। বিশেষ করে রোমান্টিক নায়ক হিসেবে আলাদা একটা অবস্থান গড়ে নিয়েছেন অনেক আগেই। তার অভিনীত বড় ছেলে নাটকটি গেলো কয়েক বছরের আলোচিত নাটকগুলোর একটি। চলতি সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত চারটি ধারাবাহিক প্রচার হচ্ছে। এসব নিয়ে অপূর্ব দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন।

দ্য ডেইলি স্টার: চলতি ব্যস্ততা কি নিয়ে?

অপূর্ব: টিভি নাটকের শুটিং নিয়েই আমার যতো ব্যস্ততা। চারটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে এই সময়ে। সেগুলোর শুটিং করছি। একেবারে নতুন ধারাবাহিকের কাজও চলছে। পাশাপাশি এক ঘণ্টার নাটকের শুটিং তো আছেই। মূলত টিভি নাটকের কাজই করছি।

দ্য ডেইলি স্টার: কি কি ধারাবাহিক প্রচার হচ্ছে?

অপূর্ব:  ঘরে বাইরে নামের একটি ধারাবাহিক প্রচার হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। এই নাটকের পরিচালক নজরুল ইসলাম বাবু। প্রিয় প্রতিবেশী নামের একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে চ্যানেল আইতে। নাটকটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। জায়গীর মাস্টার নামের একটি ধারাবাহিক প্রচার হচ্ছে বাংলা ভিশনে। এই নাটকের পরিচালক এস এ হক অলিক। বাংলা ভিশনে আরেকটি নাটক প্রচার হচ্ছে, নাটকটির নাম তোমার গল্পে আমি। নাটকটি পরিচালনা করছেন জাকারিয়া সৌখিন।

দ্য ডেইলি স্টার: চারটি নাটক থেকে যেকোনো একটি নাটক নিয়ে বলুন?

অপূর্ব: চারটি নাটকের গল্পই ভিন্ন ভিন্ন। দর্শকরা বেশ ভালোভাবেই দেখছেন কাজগুলো। একটি নাটক নিয়ে বলা কঠিন। তারপরও বলছি। ঘরে বাইরে নাটকটির গল্প ও চরিত্র আমাকে ছুঁয়ে গেছে। এই নাটকে আমার চরিত্রটি এমন- শহরের অবহেলিত ছেলে-মেয়েদের নিয়ে কাজ করি। একটা আশ্রয়কেন্দ্র আছে। সেখানে ওরা এসে থাকে। মানবিক একটি গল্প। পরে যদিও গল্প অন্যদিকে মোড় নেবে।

দ্য ডেইলি স্টার: এক যুগের ক্যারিয়ার আপনার, প্রচুর কাজ করেছেন এবং নানারকম চরিত্রে প্রতিনিয়ত কাজ করছেন, বিশেষ কোনো চরিত্রের প্রতি এখনও দুর্বলতা আছে আপনার?

অপূর্ব: আছে তো অবশ্যই। একটি নিয়ে যদি বলি তাহলে বলবো- রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার অমিত চরিত্রটি। খুব প্রিয় একটি উপন্যাস শেষের কবিতা। শেষের কবিতার অমিত হতে চাই। অনেক আগে একটি নাটক করেছিলাম, সেখানে আমি শেষের কবিতা বইটি পড়ছি এবং তখন একটি স্বপ্ন দৃশ্যে অমিত হয়ে যাই। একটি মাত্র দৃশ্যের জন্য অমিত হয়েছিলাম, তাও স্বপ্ন দৃশ্যে।  পুরোপুরি অমিত হতে চাই।

দ্য ডেইলি স্টার: আপনার ক্যারিয়ারে বড় ছেলে নাটকটি খুব আলোচিত নাটক, এখনও কি দর্শকরা আপনাকে বড় ছেলে বলে ডাকে?

অপূর্ব: তা অবশ্য ডাকে। আসলে এই কাজটি এতো মানুষ দেখেছে, সবাই কম-বেশি নাটকটি নিয়ে জানে। তারপরও আরও ভালো কাজ করেছি। সেসবও আলোচনায় এসেছে। কিন্তু বড় ছেলে নাটকের কথাটি বেশি আলোচিত হয়েছে। কাজেই ওটা নিয়ে কথা হবেই।

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

2h ago