ঘরের মাঠে ব্র্যাডম্যানও পিছিয়ে রোহিতের চেয়ে!

স্যার ডন ব্র্যাডম্যান, যাকে বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে থাকেন অনেকে, তার টেস্ট রানের গড়টা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। রয়ে যাবে না-ই বা কেন! অতিমানবীয় সে গড়, ৯৯.৯৪। তাই তাকে পেরিয়ে যাওয়া তো দূরে থাক, স্পর্শ করাটাই দুঃসাধ্য! তবে এক দিক থেকে বিবেচনা করলে প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন ভারতের রোহিত শর্মা। ঘরের মাঠে তার টেস্ট গড়টা যে ব্র্যাডম্যানের চেয়েও বেশি!
rohit
রোহিত শর্মা। ছবি: এএফপি

স্যার ডন ব্র্যাডম্যান, যাকে বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে থাকেন অনেকে, তার টেস্ট রানের গড়টা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। রয়ে যাবে না-ই বা কেন! অতিমানবীয় সে গড়, ৯৯.৯৪। তাই তাকে পেরিয়ে যাওয়া তো দূরে থাক, স্পর্শ করাটাই দুঃসাধ্য! তবে এক দিক থেকে বিবেচনা করলে প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন ভারতের রোহিত শর্মা। ঘরের মাঠে তার টেস্ট গড়টা যে ব্র্যাডম্যানের চেয়েও বেশি!

রবিবার (২০ অক্টোবর) রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১২ রানের ইনিংস খেলেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত। এই ডাবল সেঞ্চুরিটি তাকে স্থান করে দিয়েছে ব্র্যাডম্যানের উপরে। নিজ দেশের মাটিতে অসি তারকার টেস্ট গড় ছিল ৯৮.২২। রোহিতের গড় বর্তমানে তার চেয়েও বেশি, ৯৯.৮৪।

ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছিলেন ৩৩ টেস্ট। ব্যাট হাতে মাঠে নেমেছিলেন ৫০ ইনিংসে। তবে রোহিত ভারতের মাটিতে খেলেছেন অনেক কম, মাত্র ১৮ ইনিংস। নিজ ভূমে তার শেষ নয়টি ইনিংস যথাক্রমে ৮২*, ৫১*, ১০২*, ৬৫, ৫০*, ১৭৬, ১২৭, ১৪ ও ২১২। এর মধ্যে শেষ চারটি ইনিংস তিনি খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে। প্রতিটি ইনিংসেই আবার ওপেনিং করেছেন তিনি। তার আগে টেস্টে কখনোই ওপেনিং করেননি তিনি। সাদা পোশাকে খেলতেন মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে।

প্রোটিয়াদের বিপক্ষে দারুণ ছন্দে থাকা রোহিত আরও কয়েকটি মাইলফলকের মালিক হয়েছেন। ২০০৫ সালের পর কোনো টেস্ট সিরিজে ওপেনার হিসেবে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। মাত্র চার ইনিংস খেলে এক ডাবল সেঞ্চুরি ও দুই সেঞ্চুরিতে তার সংগ্রহ ৫২৯ রান। ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৫৪৪ রান করেছিলেন সাবেক তারকা বিরেন্দর শেবাগ। মোট পাঁচ ভারতীয় ওপেনারের এক টেস্ট সিরিজে ৫০০ বা এর বেশি রান করার নজির রয়েছে। বাকিরা হলেন- সুনীল গাভাস্কার (পাঁচবার), ভিনু মানকড় ও বুধি কুন্দেরান।

কোনো টেস্ট সিরিজে তিন বা তার চেয়ে বেশি সেঞ্চুরি করা সবশেষ ও একমাত্র ভারতীয় ওপেনার ছিলেন গাভাস্কার। ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। দ্বিতীয় ওপেনার হিসেবে এক সিরিজে তিন সেঞ্চুরি পেয়েছেন রোহিত। গাভাস্কার অবশ্য ১৯৭০ এর দশকে তিনবার এমন নজির দেখিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

29m ago